বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ও  বৈসাবি উদ্বোধন 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ও  বৈসাবি উদ্বোধন 

 খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ও বৈসাবি উদ্বোধন। ত্রিপুরা সমপ্রদায়ের বৈসু, মারমা সমপ্রদায়ের সাংগ্রাই, চাকমা সমপ্রদায়ের বিজু এবং বাঙ্গালিদের চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণ। 

মঙ্গলবার (১১ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বৈসাবি উৎসব উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উদ্বোধনের পরপরই বিভিন্ন সমপ্রদায়ের বিভিন্ন বাহারী রঙ্গে পোষাকে সজ্জিত পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে বিভিন্ন জাতিগোষ্ঠির মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায়  খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি মংসার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় ডিজিএফআই এর ডেট কমান্ডার লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত, এসিইউ ডেট কমান্ডার মেজর রেজা-ই-রাব্বি, এনএসআই যুগ্ম-পরিচালক মো. ফিরোজ রাব্বানী, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর প্রধান নির্বাহী কৃষ্ণ লাল চাকমা,  খাগড়াছড়ি পার্বত্য জেলা  পরিষদের  মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসাসহ জেলার উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ